Tuesday, April 2, 2013

আত্মস্থ করার গোপন সূত্র




আশিক স্কুলে পড়েবাবার ইচ্ছা সে অনেক বড় ডাক্তার হবেআশিকও চায় তার বাবার ইচ্ছা পূরণ করতেকিন্তু আশিকের সমস্যা হচ্ছে সে সহজে পড়া মুখস্থ করতে পারে নাএরকম অনেকেই আছেন যাদের পড়া আত্মস্থ করতে গলদঘর্ম হতে হয়

কিন্তু কী এর সমাধান?

জানাচ্ছেন- মো: মোজাম্মেল হোসেন

ফ্রেশ হয়ে পড়তে বসা

যখন আপনি পড়ার টেবিলে বসবেন ফ্রেশ হয়ে বসুনসারাদিনের ক্লান্ত শরীর নিয়ে কখনো টেবিলে বসা উচিত নয়কারণ এতে পড়ায় মনোযোগ থাকেনাফলে সময় নষ্ট হলেও পড়া আত্মস্থ হয় না

সময় নির্ধারণ করা

আপনি কোন বিষয় কতক্ষণ সময় ধরে পড়বেন তা নির্ধারণ করুনকারণ, কোনো কাজ সময়ের মধ্যে সীমাবদ্ধতা রাখলে কাজটি দ্রুত শেষ হয়অনেকে অনর্গলভাবে পড়তে থাকেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেন না

পড়ায় মন রাখুন

আপনি যখন পড়া শুরু করবেন তখন আপনার মনোযোগ পড়ার দিকে রাখুনপড়ার সময় অন্য দিকে মন দেয়া যাবে নাতাছাড়া পড়তে বসে অন্য কোনো কাজ করবেন নাকেউ কেউ পড়ার ফাঁকে ফাঁকে অন্য কাজ করেনযা কোনোভাবেই বাঞ্ছিত নয়

বারবার পড়ুন

একটি বিষয় বারবার পড়ুনবুঝে বুঝে পড়ুনসবসময় তিনটি জিনিস অর্জন করার জন্য চেষ্টা করুনপড়া, পড়া এবং পড়াতাহলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন

আরো কিছু টিপস

-
যে বিষয়টা পড়বেন তা বুঝে পড়ার চেষ্টা করুন

-
পড়া কখনো হুবহু মুখস্থ করবেন না

-
নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করুন

-
পড়ার রুমটি পরিপাটি রাখুন

-
লিখে রিখে পড়ুন

-
যে বিষয়টি বুঝতে সমস্যা হয় তা মার্ক করে রাখুনপরবর্তী সময়ে শিক্ষকের সাহায্য নিন

-
শোয়ার পূর্বে পড়াগুলো একবার মনে মনে রিভিশন দিন