Thursday, February 28, 2013

Free Hand Writing এর কৌশলসমূহ

how to make a cup of tea, how to make a garden, how to get tea from tea plants, how to apply for a job, how to cultivate paddy, how to obtain rice, how to keep in good health, how to learn English well. how to open a bank account, how to open a facebook account, how to make a visa, how to make orsaline etc.

এক্ষেত্রে কোন বিষয় বা ঘটনা কিভাবে হয় / কেমনভাবে হয়/ করতে হয় তা নিয়েই Paragraph টি লিখতে হয়। আর এই জন্য আমরা have to, has to, have got to, having to, had to, must, should ব্যবহার করে খুব সহজেই Paragraph গুলো লিখতে পারি। এইসমস্ত Modal Verb গুলি বাধ্যতামূলক অর্থে ব্যবহূত হয় এবং এইগুলির পরে Verb এর base form বসে । সাধারণত বাংলা ক্রিয়ার শেষে "তে হবে" যুক্ত হলে have to / has to ব্যবহূত হয়। এই সর্ম্পকে পরবর্তীতে ধারাবাহিকভাবে আরো আলোচনা করা হবে।

আমরা এখন "How to do well in the examination" Paragraph টি লেখার চেষ্টা করব। paragraph এর beginning বা সূচনা অংশটুকু পূর্বের নিয়ম ফলো করবে। বন্ধুরা এখন পরীক্ষায় ভালো করার জন্য কি কি করতে হবে তার একটি তালিকা তৈরী কর। যেমন:

Study, approach, check , budget, read through, cope, think, plan, underline, understand, half way through, recheck, space, write, highlight etc.

এখন subject হিসেবে he/we ব্যবহার করে তার সাথে have to/has to প্রয়োগ করলেই বাক্য গঠন করা যাবে। যেমন:

তাকে প্রশ্নপত্রটি পড়তে হবে = He has to read through the question paper.

No comments:

Post a Comment