Friday, July 13, 2012

এইচএসসি রেজাল্ট ২০১২ আগামী ১৮ জুলাই: জেনে নিন দরকারী সব তথ্য

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই বুধবার একযোগে প্রকাশিত হচ্ছে ১০ শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল  করবে ।
বৃহস্পতিবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।”
মোট তিন পদ্ধতি তে এই ফলাফল জানা যাবে:
উপায় -১:
বরাবরের মত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ই রেজাল্ট এর প্রথম উত্স।
www.educationboardresults.gov.bd
উপায়-২:

এসএমএস এর মাধ্যমে

টেলিটক এই দায় দ্বায়িত্ব বহন করে। এবং এই মাধ্যমটিই বর্তমানে সবচেয়ে মোক্ষম। যে কোনও মোবাইল অপারেটর এর মধ্যমেই রেজাল্ট জানা যাবে। মোবাইল এর মেসেজ অপ্শন এ গিয়ে নিম্ন লিখিত ভাবে এসএমএস করুন।For HSC Examinees:
HSC<space>First 3 letters of your board<Space>Roll no<space>year and send to 16222.
উধাহরণ:
hsc dha 122962 2012;
এখানে  dha হল  বোর্ডের নামের প্রথম অক্ষর এবং 131185 হল রোল।  বোর্ড নাম, রোল নং এবং সালের মাঝে স্পেস দিতে ভুল করা যাবেনা।

For Alim Examinees:
Alim<space>mad<space>rollno<space>2012
For Technical Board HSC Result:
hsc<space>tech<space>rollno<space>2012
উপায়-৩:
যার যার স্কুলেই একটা করে রেজাল্ট শীট যাবে। ওখান থেকেও রেজাল্ট জানা যাবে।

1 comment:

  1. BD Result 24 [All kinds of Education Board News In Bangladesh]

    The Total Solution of Education Circular and Results in BD.

    HSC Result 2016

    Get ongoing most important news about higher secondary school certificate result.

    HSC Result for all years

    Stay with to get valuable education, jobs and result news.

    ReplyDelete