গোসল করত আর পানি লাগবে না। ‘যেমন বেণী তেমনি রবে বেণী ভিজাব না’ গানটি সম্ভবত এবার আক্ষারিক অর্থেই সত্যি হতে চলল। এক আলসে বন্ধুর অনুপ্রেরণায় দক্ষিণ আফ্রিকার এক ছাত্র পানিবিহীন গোসল পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই উদ্ভাবনের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন ইতিমধ্যে।
লদুইকের এই উদ্ভাবনের মূলে রয়েছে তার এক অলস বন্ধু, যিনি গোসল করতে চাইতেন না একেবারেই। একদিন তিনি কথায় কথায় তার বন্ধু লদুইককে বলেছিলেন, ‘বিজ্ঞানীরা এত কিছু উদ্ভাবন করে কিন্তু কেন যে পানিবিহীন গোসল পদ্ধতি উদ্ভাবন করে না! আমার মত যারা গরিব, পানি গরম করার মত পয়সা নেই যাদের, প্রচণ্ড ঠান্ডায় তারা কিভাবে গোসল করবে-সে কথা কেউ ভেবে দেখে না!’ দরিদ্র বন্ধুর এই কথা শুনে ইন্টারনেটে গুগল ও উইকিপিডিয়ার সাহায্য নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে থাকেন লদুইক। মাস কয়েক তথ সংগ্রহের পর পানিবিহীন গোসলের এই পদ্ধতি উদ্ভাবন করেন তিনি।
No comments:
Post a Comment